নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন : শিবচরে নিউ মদিনা বি-বাড়ীয়া বেকারীকে জরিমানা

শিবচর বার্তা ডেক্স :
নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের কারনে মাদারীপুরের শিবচরে নিউ মদিনা বি-বাড়ীয়া নামের একটি বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, নোংরা পরিবেশে খাবার উৎপাদনের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নের্তৃত্বে মঙ্গলবার দুপুরে শিবচর পৌর এলাকার থানা সংলগ্ন নিউ মদিনা বি-বাড়ীয়া নামক বেকারীটিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় নোংরা পরিবেশে পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপন্য উৎপাদন করা এবং পন্যের মূল্য না থাকায় বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের অভিযান নিয়মিত চলবে। আমরা ওই প্রতিষ্ঠানকে জরিমান আদায়সহ সতর্ক করে দিয়েছি।