দৃষ্টান্ত!শিবচরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরন করে নিল বিদায়ীরা,চীফ হুইপের সাধুবাদ

মোঃ আবু জাফর ও মিঠুন রায়ঃ
মাদারীপুরের শিবচরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরন করে নিয়েছে বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। সারাদেশে যখন উপজেলা নির্বাচন নিয়ে সহিংসতা সংঘাত সেখানে ব্যতিক্রমধর্মী এমন অনুষ্ঠান দেখে সকলেই সাধুবাদ জানান। দুটি পৃথক অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এজন্য উপজেলাজুড়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রতি ধন্যবাদ ও সাধুবাদ জানান।
জানা যায়, রবিবার সকালে শিবচর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা , মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দিয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ সেলিম, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা মুন্নীকে অভ্যর্থনা দেয়া হয়। এরপর দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের ইলিয়াছ আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যনদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান বৃন্দ। এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা ক্রেস্ট দিয়ে প্রধান অতিথি, অতিথিসহ নবনির্বাচিত ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যানদের অভ্যর্থনা ও বিদায়ী সংবর্ধনা জানানো হয়। উপজেলা পরিষদের প্রথম সভাতেই ১৭টি কমিটি গঠন করা হয়। এসকল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন , উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা,ওসি সুব্রত গোলদার প্রমুখ।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, উপজেলা নির্বাচন নিয়ে শিবচরে পুরাতন উপজেলা চেয়ারম্যান নতুন চেয়ারম্যান একসাথে হাসিমুখে বসে অভ্যর্থনা দিয়ে বরন করে নিচ্ছেন সারাদেশে এটা একটা দৃষ্টান্ত। দেশে এরকম কয়টা উপজেলায় আছে আমি জানি না। আমি মনেকরি এটা শিবচরেই সম্ভব হয়েছে। অনেকে মনোনয়ন না পেলেও এই যে একসাথে কাজ করার সুফল সবাই পাচ্ছেন। শিবচরের শক্তিশালী সংগঠনের কারনেই এটি সম্ভব হয়েছে। একদিকে আমাদের এলাকার উন্নয়ন হয়েছে অপরদিকে সংগঠনও শক্তিশালী হয়েছে। শিবচরে এরআগে উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ গুলোকে আমাদের সংগঠনগুলো সহায়তা করেছে। আবার তারাও সহায়তা করেছে। আগামীতেও নতুন উপজেলা পরিষদের সাথে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে । শিবচরের উন্নয়নে আজ এ পর্যন্ত সকল নেতা ও জনপ্রতিনিধিদেরই অবদান রয়েছে।