দূর্নিতী প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে শিবচরে দিনব্যাপী কর্মসূচী পালিত

শিব শংকর রবিদাস ও অপূর্ব দাস :
দূর্নিতী প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিতর্ক, রচনা প্রতিযোগিতা , র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন দুদক ও উপজেলা প্রশাসন। একই কর্মসূচীতে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের লক্ষ্যে নগদ টাকা বরাদ্দ দেয়া হয় দূদকের পক্ষ থেকে।
জানা যায়, দূর্নিতী প্রতিরোধে উপজেলা পরিষদ চত্ত্বরের নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক)। সকালে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিন শেষে উপজেলার বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। র‌্যালীর নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা । পরে অডিটোরিয়ামে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ, সরকারী বরহামগঞ্জ কলেজ, রিজিয়া বেগম মহিলা কলেজ ও নুরুল আমিন কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ও রিজিয়া বেগম কলেজের শিক্ষার্থীরা রানার্সআপ হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী পূজা মন্ডল। আর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নূরুল আমিন কলেজের শিক্ষার্থী মাহমুদা আক্তার মুন্নি ও দ্বিতীয় স্থান অর্জন করে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী রাবেয়া আক্তার । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আখতারউজ্জামান। উপজেলা দুপ্রকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো: মাকসুদুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: মোস্তফা কামাল, প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, জেলা পরিষদ সদস্য ও দুপ্রকের সহসভাপতি আয়শা সিদ্দিকা মুন্নি, প্রেস ক্লাব ও দুপ্রকের সাধারন সম্পাদক প্রদ্যুৎ সরকার প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম মাহাতাব উদ্দিন ।