জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে শিবচরে স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত

শিবচর বার্তা ডেক্স :
জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে শিবচরে স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১৫-২১ জুন পর্যন্ত সারাদেশে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে। জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে মঙ্গলবার সকালে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত প্রমূখ উপস্থিত ছিলেন।