ছাত্রলীগকে আধুনিক কলেজ গড়ে তোলার আহ্বান চীফ হুইপ লিটন চৌধুরীর, ছাত্র সংসদের অভিষেক ও কলেজ কমিটি গঠন

শিব শংকর রবিদাস, মো: আবু জাফর ও মো: হাসান মোল্লা :
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ছাত্রলীগ নেতা কর্মীদের মনে রাখতে হবে ,আওয়ামীলীগ তাদের অভিভাবক। আমরা তাদের নজরদাড়িতে রাখবো। আমরা তাদের বলবো না তোমরা বিরোধী দল মোকাবেলা করো। তোমরা সন্ত্রাস করো। আমরা তোমাদের বলবো শিক্ষার পাশাপাশি কলেজকে আধুনিক শিক্ষার কলেজ হিসেবে গড়ে তুলো। খেলাধুলা,সাংস্কৃতিকসহ আদর্শ কলেজ হিসেবে ছাত্রলীগ ভূমিকা রাখবে বলে আশাকরি। ছাত্রলীগ ও ছাত্র সংসদের যে দাবী দাওয়া আছে আমরা সেগুলো পূরন করার চেষ্টা করবো। বুধবার দুপুরে শিবচর সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র ছাত্রী সংসদের নবনির্বাচিত নাহিদ-তানজিল-রুমা প্যানেলের অভিষেক অনুষ্ঠান ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এসব কথা বলেন। এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। কলেজ ছাত্র ছাত্রী সংসদের নবনির্বাচিত প্যানেলের অভিষেক শেষে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ শামীমা আক্তার। কলেজ ছাত্রলীগের সম্মেলনে রুবেল তালুকদারকে সভাপতি ও শোভন কামাল পান্থকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খ্যাতিমান কন্ঠশিল্পী প্রতীক হাসান ও ইসরাত জাহান জুঁই গান পরিবেশন করেন।