চীফ হুইপ লিটন চৌধুরীর পক্ষ থেকে শিবচরে শিরুয়াইল ও নিলখী ইউনিয়নে উন্নয়নমূলক কাজের উদ্বোধন

শিবচর বার্তা ডেক্স :
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচরের শিরুয়াইল ও নিলখী ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, উপজেলা প্রকৌশল বিভাগ ও আওয়ামীলীগ নের্তৃবৃন্দ এসকল উন্নয়নমূলক কাজ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
জানা যায়, বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার শিরুয়াইল ও নিলখী ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এদিন শিরুয়াইল মিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান, শিরুয়াইল দোলকুন্ডি খালের উপর ২ টি ৩০ মিটার দৈর্ঘ্যরে ব্রীজ নির্মান, ফরিদপুরের ভাঙ্গার সীমানা হতে শিবচরের শিরুয়াইলের শোলাপুর পর্যন্ত রাস্তার উপর মালেক মাদবরের বাড়ি সংলগ্ন খালের উপর ১৬ ফুট দৈর্ঘ্যরে কালভার্ট নির্মান, নিলখী বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেনীকক্ষ নির্মান কাজ, ৩ নং ওয়ার্ডের এমদাদ শিকদারের বাড়ি হতে নুরুল হক বেপারীর বাড়ি সংলগ্ন খালের উপর ২৮ ফুট দৈর্ঘ্যরে সেতু নির্মান, একই ওয়ার্ডের সরদার মাহমুদের চর সোহরাব খালাসীর বাড়ি সংলগ্ন খালের উপর ২০ ফুট দৈর্ঘ্যরে কালভার্ট উদ্বোধন করা হয় । উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা এসকল উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মশিউর রহমান মোস্তাক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য মো: আজিজুর রহমান, শিরুয়াইল ইউপি চেয়ারম্যান মুরাদ হাওলাদার, নিলখী ইউপি চেয়ারম্যান ওয়াসিম মাদবর প্রমূখ উপস্থিত ছিলেন।