করোনায় শিবচর হাসপাতালের স্টাফ, ব্যাংকারসহ ৩ জন আক্রান্ত

শিবচর বার্তা ডেক্স :
করোনায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, রুপালী ব্যাংকের এক স্টাফসহ নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন ও আইসোলেশনের প্রস্তুতি চলছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। এনিয়ে শিবচরে ১শ ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। এর মধ্যে ১ শ ৪ জন সুস্থ্য হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো গত ২৫ জুলাইয়ের ২৩ টি ও ২৬ জুলাইয়ের ১০ টিসহ ৩৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট বুধবার উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ৩৩ জনের রিপোর্টে নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, রুপালী ব্যাংকের এক স্টাফ ও নিলখী ইউনিয়নের বড় নিলখী গ্রামের একজন রয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করে আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এনিয়ে এ পর্যন্ত শিবচরে ১ শ ৭৯ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ১ শ ৪ জন সুস্থ্য হয়েছে। আর ৭ জনের মৃত্যু হয়েছে (এর মধ্যে ২ জন ঢাকায় বসবাস করা অবস্থায় আক্রান্ত হয়ে মারা যায় ,গ্রামের বাড়ি শিবচরে তাদের দাফন সম্পন্ন করা হয়)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, করোনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফসহ নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে ।