করোনায় শিবচরের ইউএনও,ইউপি চেয়ারম্যানসহ আক্রান্ত ১৭

শিবচর বার্তা ডেক্সঃ
করোনা ভাইরাস প্রতিরোধে দেশের প্রথম লকডাউনকৃত শিবচর উপজেলার প্রথম সাড়ির যোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছে। তিনি গত কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত থাকায় বাসায় আইসোলেশনে রয়েছেন। আরো আক্রান্ত হয়েছেন পাচ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হাওলাদার। এছাড়াও হাইওয়ে পুলিশের ৯ জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালক, আরেক স্বাস্থ্য কর্মী,বহেরাতলার ২ জন,পাচ্চরের আরো একজন,উমেদপুরে ১ জন,মাদবরচরে একজনসহ মোট ১৭ জন আক্রান্ত হয়েছে। ৭ জুন পাঠানো ২৫ জনের নমুনার মধ্যে ১৭ জনই পজিটিভ আসে। এরআগে ১২ জুন ৪ জনের করোনা পজিটিভ আসে। এনিয়ে শিবচরের ৬৫ জন করোনায় সংক্রমিত হলো। সুস্থ হয়েছেন ৩৩ জন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃশশাঙ্ক চন্দ্র ঘোস জানান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক ইউপি চেয়ারম্যান,হাইওয়ে পুলিশের ৯ সদস্য, আমার গাড়ি চালকসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আমিও হোম কোয়ারেন্টাইনে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, আমিও রিপোর্ট পেয়েছি। দোয়া করবেন।