এইচএসসি ও আলিম : শিবচরে পাশের হারে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও জিপিএ-তে সরকারী বরহামগঞ্জ কলেজ এগিয়ে

শিবচর বার্তা ডেক্স :
রবিবার সারাদেশে এইচএসসি পরীক্ষা-২০২১ এর ফলাফল ঘোষনা করা হয়েছে। এ বছর এইচএসসি পরীক্ষায় শিবচরে পাশের হারে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও জিপিএ-৫ বেশি পেয়ে সরকারী বরহামগঞ্জ কলেজ এগিয়ে রয়েছে। অপরদিকে আলিমে মৃজারচর সিনিয়র আলিম মাদরাসার শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
জানা যায়, এ বছর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ১৪ জন জিপিএ-৫ সহ ৬ শ ৪৪ জন শিক্ষার্থী পাস করেছে, পাশের হার ৯৮.৮৯ ভাগ। সরকারী বরহামগঞ্জ কলেজের ৪৮ জন জিপিএ-৫ সহ ৯ শ ১৩ জন শিক্ষার্থী পাস করেছে, পাশের হার ৮৯.৩৩ ভাগ। রিজিয়া বেগম মহিলা কলেজের ৯ জন জিপিএ-৫ সহ ১ শ ৪৪ জন শিক্ষার্থী পাস করেছে, পাশের হার ৯৬ ভাগ। নূরুল আমিন কলেজের ৯ জন জিপিএ-৫ সহ ৩ শ ১১ জন শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৯৬.৮৮ ভাগ। বহেরাতলা সাহেরা নাসির কলেজের ৭১ জন শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৯৬ ভাগ।
অপরদিকে এ বছর আলিমে মৃজারচর সিনিয়র আলিম মাদরাসার ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বাহাদুরপুর শরীয়াতিয়া কামিল মাদরাসার ২ জন জিপিএ-৫ সহ ৪৭ জন শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৯৫.৯১ ভাগ। আলবাইতুল মামুর সিনিয়র ফাযিল মাদরাসার ১ জন জিপিএ-৫ সহ ৫৬ জন শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৯৬.৫৫ ভাগ। কাঁঠালবাড়ি সিনিয়র আলিম মাদরাসার ১ জন জিপিএ-৫ সহ ৪০ জন শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৯৭.৫৬ ভাগ। মুন্সি কাদিরপুর আমিনিয়া আমজাদিয়া আলিম মাদরাসার ২২ জন শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৯১.৬৬ ভাগ। শিরুয়াইল আলিম মাদরাসার ১ জন জিপিএ-৫ সহ ১২ জন শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৯২.৩০ ভাগ।

এছাড়া বিএম শাখায় আল-বাইতুল মামুর ফাযিল মাদরাসা এন্ড বিএম কলেজের ৬৯ জন শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৯৭.১৮ ভাগ।