আওয়ামী লীগের বর্ধিত সভায় চীফ হুইপ লিটন চৌধূরীকে ৭ম বারের মতো সর্বসম্মতিক্রমে সমর্থন , চীফ হুইপের কৃতজ্ঞতা

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর ও মো: হাসান মোল্লা :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এমপি কে সমর্থন দিয়েছে দলীয় নেতা কর্মীরা। শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সমর্থন দেয়া হয়। সভার শুরুতে এ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ২ স্তরের সেন্টার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় নির্বাচন আচরনবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেন চীফ হুইপ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাজাহান মোল্লার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ সাহাবুদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন খান প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, আমার পিতাও সংসদ সদস্য ছিলেন। এখানকার সংগঠন তার হাতেই তৈরি। তিনি শিবচরকে অনেক ভালবাসতেন। এখনো অনেকেই আছেন যারা তার সাথে রাজনীতি করেছেন। আওয়ামীলীগে এখনো তারাই নেতৃত্ব দিচ্ছেন। সেই সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এখনো তারাই নেতৃত্ব দিচ্ছেন। এই কারনে তারা আমার উপরে আস্থা রেখেছেন। যেসকল নেতৃবৃন্দ মৃত্যুবরন করেছেন তারাও একই কাজ করেছিলেন। শিবচরে এখনো আওয়ামীলীগ স্বাধীনতার পক্ষের শক্তির দ্বারা পরিচালিত হয়। আমার পিতার কারনেই তারা আমাকে ৭ বার সমর্থন দিয়েছেন। ২০০৬ সালেও সমর্থন দিয়েছিল তখন নির্বাচন হয়নি । এজন্য আমরা পারিবারিকভাবে শিবচর উপজেলা আওয়ামীলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।