মাদারীপুরে ৪ শ পরিবারের মাঝে ছাগল বিতরন

রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ছাগল ও খোয়াড় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ৪০ জন নিবন্ধিত মৎস্যজীবির মাঝে জনপ্রতি ২টি করে মোট ৮০টি ছাগল, ৪০টি খোয়াড়, পশু খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান।

এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল, স্বাস্থ্য প্রকৌশলী ইসহাক, উপ প্রকৌশলী (বিএডিসি) রুহুল আমিন ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।