মাদারীপুরে দু‘পক্ষের সংঘর্ষে আহত-৫, বাড়িঘর ভাংচুর ও লুটপাট

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর গোয়ালদী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদমান নান্নু মাতুব্বর ও সিদ্দিক শেখের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৫জন আহত এবং কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়। মারাত্নক আহত পারুল বেগম (৩০) ও লাকী বেগমকে (২৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইশিবপুর ইউনিয়নের উত্তর গোয়ালদী গ্রামের বিবাদমান দুটি পক্ষ নান্নু মাতুব্বর ও সিদ্দিক শেখের মধ্যে দীর্ঘদিন দরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার রাতে দু‘পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৫জন আহত হয়। সংঘর্ষ চলাকালে সালাম আকন ও সরোয়ার আকনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।