মাদারীপুরে অগ্নিকান্ডে ১৬ দোকানঘর ভস্মিভূত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ টি দোকানঘর পুড়ে গেছে। সোমবার বিকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীরপাড় হাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানায়, শংকরদীরপাড় হাটের আলমগীর হোসেন ও মালেক মাতুব্বরের তুলার দোকানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। শুরুতে ব্যবসায়ীরা আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু মুহুতের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আবদুল হক, মনির হোসেন, মো. ওসমান, হানিফের ফার্নিচারের দোকান ও আলমগীর হোসেন ও মালেক মাতুব্বরের তুলার দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এ সময় তাদের পাশর্^বর্তী আরও ১০টি দোকানের অধিকাংশ পুড়ে যায়। খবর পেয়ে রাজৈর, টেকেরহাট ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল।
আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘আগুনে সব শেষ হয়ে গেল আমার। দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছু বাকি নাই, যা দিয়ে নতুন করে কিছু শুরু করবো। আমি পথে বসে গেলাম।’
ক্ষতিগ্রস্থ আরেক ব্যবসায়ী মো. হানিফ বলেন, ‘আমার ফার্নিচারের দোকানে যে কাঠের মালামাল ছিল সব পুড়ে আঙ্গার হয়ে গেছে। দোকানে ১০ লাখ টাকার ফার্নিচার সব শেষ।’
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, ‘হাটের পাশে আব্দুল হকের দোকান ও বাড়ি। তার বাড়ির রান্নাঘর থেকেই মূলত আগুনের সূত্রপাত। ওখান থেকেই আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’