পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ

রাজৈর প্রতিনিধি :
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের রাজৈরে সৌদি আরব প্রবাসী এক যুবককে  কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় রাজৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার দূর্গাবর্দি গ্রামের সৌদি আরব প্রবাসী আশিকুজ্জান খালাসীর (৩৩) সাথে গত কয়েকদিন আগে মাছ কেনাকে কেন্দ্র করে একই এলাকার ফরহাদ তফাদার, সেলিম তফাদার ও রিয়াজ তফাদারের সাথে কথা কাটাকাটি হয় । এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ফরহাদ তফাদার, সেলিম তফাদার ও রিয়াজ তফাদারসহ কয়েকজন মিলে প্রবাসী আশিকুজ্জামানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন আশিকুজ্জামানকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।  এ ঘটনায় প্রবাসীর বাবা নুরুল ইসলাম খালাসী রাজৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রবাসীর বাবা নুরুল ইসলাম খালাসী বলেন, ওরা সামান্য ঘটনা নিয়ে আমার ছেলেকে কুপিয়েছে। ওর সম্প্রতি বিদেশ যাওয়ার কথা রয়েছে। এখন আমার ছেলে  কিভাবে বিদেশে যাবে আর আমার সংসার কিভাবে চলবে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো শাদিক বলেন, আমারা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।