৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন : মাদারীপুর সদরের ১ ইউনিয়নে পৌছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

মাদারীপুর প্রতিনিধি :
রাত পোহালেই ৩১ জানুয়ারী সকালে মাদারীপুর সদরের ঘটমাঝি ইউনিয়নে ৬ষ্ঠ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে রবিবার দুপুর থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম পৌছানো শুরু হয়। বিকেল পর্যন্ত সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হয়। ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ, ১৫ জন আনসার মোতায়েন থাকবে। এছারাও নির্বাচনী এলাকায় ২ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, মেম্বার প্রার্থী ৩৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘটমাঝি ইউনিয়নে ২০ হাজার ৯’শ ৫৬ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। যার ভেতরে নারী ভোটার ১০ হাজার ১’শ ২২ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ৮’শ ৩৪ জন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো: মনিরুজ্জামান মনির বলেন, ঘটমাঝি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।