শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে নারীরা সম-অধিকার পেয়েছে-শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, ‘এক সময় নারীরা এদেশে অবহেলিত ছিল। কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার গঠন করে শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে আজ নারীরা সম-অধিকার পেয়েছে। নারীরা আজ বিভিন্ন কর্মকান্ডে সফলতার মুখ দেখছে।’ বুধবার সকালে শিল্পকলা একাডেমিতে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন, এই শ্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদারীপুরে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শামিমা শারমিন, এমপির স্থানীয় প্রতিনিধি আজিজুল ইসলাম শিবু খান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈনউদ্দিন, মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার কনা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের নারী নেত্রীরা।