মাদারীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত

মাদারীপুর প্রতিনিধি :
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দিনব্যাপী গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচিতে মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি শ্যামল কুমার দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানতোষ মন্ডল, মাদারীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি হরিপদ দাস, সাধারন সম্পাদক এ্যাড.বিমল চন্দ্র বাড়ৈ, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. বিদ্যুৎ কান্তি বাড়ৈ, প্রদীপ সাহা, অধ্যাপক কমল তালুকদার, রাজৈর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ বিশ^াস, জাসদ মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন খান সালু, মাদারীপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম পোদ্দার, সাধারন সম্পাদক সজল রায় সনাতন, মাদারীপুর জেলা মতুয়া পরিষদেও আহবায়ক অমল কৃষ্ণ বেপারী, জেলা পূজা উদযাপন পরিষদের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক দোলারানী দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার সহ-মহিলা বিষয়ক সম্পাদক ঝুমুর মন্ডলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে ৭ দফা দাবি বাস্তবায়নের ব্যাপারে দাবীগুলো জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট পাঠানোর ব্যাবস্থা করার আশ^াস দেন। পরে গণঅনশন ও গণঅবস্থানকারীদের ফলের জুস ও জল পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান তিনি।