মাদারীপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে ৭ ডাকাতকে জনতার ধাওয়া, একজনকে ধরে পুলিশে সোপর্দ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর শহরের সবুজবাগ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে ৭ ডাকাতকে জনতা ধাওয়া করে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সময় ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের সবুজবাগ এলাকায় স্বর্ণ ব্যবসায়ী মজু শিকদারের বাড়িতে ৭ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পাঁ বেঁধে মালামাল লুট করা শুরু করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বাড়িটিকে ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। পরে শহরের মিলন সিনেমা হল এলাকায় এক ডাকাতকে ধারালো অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ওই ডাকাতকে থানায় নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় জড়িত ভূরঘাটা এলাকার আলীম ঘরামীর ছেলে তামিম ঘরামীকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। তার সাথে জড়িত অপর ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।