মাদারীপুরে শ্যামাপূজা ও দিপাবলী উদযাপন

শিবচর বার্তা ডেক্স :
মাদারীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শ্যামাপূজা ও দিপাবলী উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের শ্মশান কালিবাড়িতে আয়োজন করা হয় এই পূজার। মৃত ব্যক্তিদের স্মরনে আয়োজন করা হয় গান-বাজনার। এছাড়া প্রতি বছরের ন্যায় এবছরও শিবচরের ভদ্রাসনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন আয়োজনে শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, প্রতিবারের মতো কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় শ্যামাপূজা। করোনা মহামারির দুর্যোগ মাথায় রেখে এবারের আয়োজন ছিল অল্প পরিসরে। শ্যামাপূজার সাথে আয়োজন করা হয় দিপাবলীর। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা সন্ধ্যায় নিজ বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় মা-বাবা ও আত্মীয়-স্বজনকে স্মরণ করে। এটিকে বলা হয় দীপাবলী। পরে মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্যামা বা কালিপূজা অনুষ্ঠিত হয়। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় লাভের আশায় শ্যামাপূজা করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা।