মাদারীপুরে মৃতদেহ দীর্ঘ সময় থানায় রেখে দেয়ায় সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি:
যুবকের মৃতদেহ থানায় দীর্ঘ সময় রেখে দেয়ায় প্রতিবাদে মাদারীপুর-শরীয়তপুর সড়ক অবরোধ করে স্বজনরা। এতে প্রায় তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পরে বুধবার রাত সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে দেয় বিক্ষুদ্ধরা। মাদারীপুর পৌর শহরের পশ্চিম খাগদী এলাকায় ভারসাম্যহীন যুবকের আত্মহত্যার ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
এলাকাবাসী ও স্বজনরা জানান, বুধবার সকাল ৮টার দিকে মাদারীপুর পৌর শহরের পশ্চিম খাগদী এলাকার করিম হাওলাদারের ভারমাস্যহীন ছেলে রিয়াদ হাওলাদার (২২) ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ঝুঁলে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে মৃতদেহ ঘরের মধ্যে রেখে সদর থানায় খবর দেয়। পরে বেলা ১২টার দিকে চরমুগরিয়া ফাঁড়ির পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্যে ফাঁড়িতে নিয়ে যায়। এসময় ওই যুবকের পরিবারের লোকজন মৃতদেহ ময়নাতদন্ত না করার অনুরোধ করে। কিন্তু ময়নাতদন্ত না করে দীর্ঘ সময় মৃতদেহ চরমুগরিয়া ফাঁড়ির সামনে রেখে দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসী ও স্বজনরা মাদারীপুর-শরীয়তপুর সড়কের খাগদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে। এসময় পুলিশের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে। সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুশিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে যুবকের চাচা আব্দুর রহমান জানান, ‘পুলিশ লাশ নিয়ে টালবাহানা করলে আমরা ডিসির কাছে আবেদন করছি। সে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়েছে। কিন্তু পুলিশ তাতেও রাজি হয়নি। তারা দীর্ঘ সময় লাশ ফেলে রাখছে। পরে রাত সাড়ে ৭টার দিকে মৃতদেহ আমাদের কাছে হস্তান্তর করলে অবরোধ তুলে নেই।’
যুবকের বাবা করিম হাওলাদার বলেন, ‘আমার ছেলে জন্মের কয়েক বছর পর থেকেই মানসিক প্রতিবন্ধী ছিল। নিজেই ফ্যানের সাথে ঝুলে মরে গেছে। আমরা পরিবার থেকে ময়নাতদন্ত না করার কথা বললেও পুলিশ সেই লাশ নিয়ে টানাটানি করছে। কয়েকজন পুলিশ সদস্য বলেছিল, কিছু টাকা দিলে লাশ মাটি দেয়া যাবে। সেই টাকা দেই নাই দেখে, দীর্ঘ সময় থানায় রাইখা আমাদের কষ্ট দিছে।’
সদর থানার ওসি মো. কামরুল হোসেন মিয়া জানান, ‘খবর পেয়ে লাশ চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্যে মাদারীপুর মর্গে পাঠানো হয়। এতে কিছু সময় গিয়েছে, তবে আমাদের অবহেলা হয়নি। পরে মৃতু যুবকের পরিবার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মৃতদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। এবিষয় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’
টাকা দাবীর বিষয় ওসি আরো বলেন, ‘আমার জানা মতে এই ঘটনায় কোন পুলিশ সদস্য টাকা দাবী করতে পারে না। যদি কেউ প্রমাণ দেয়, তাহেল আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।’