মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকার এক প্রবাসীর বাড়ীতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ীর সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে প্রবাসী হাবিব জমাদারের বাড়ীর গ্রিল কেটে একদল ডাকাত ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ্য বাড়ীর মালিক হাবিব জমিদারের দাবি ৫০ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার রিয়েল, যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ টাকা, দুটি ল্যাপটপ নিয়ে গেছে ডাকাত দল।
তিনি বলেন, ‘দ্বিতীয় তলার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ডাকাত দল। আমাদের ব্যবহৃত দুটি আইফোন জব্দ করে পানিতে ভিজিয়ে রেখে যায়। ঘণ্টাব্যাপী তা-ব ও ডাকাতি চালায় তারা। পরে আমার মেয়ে ৯৯৯ এ কল দিলে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’
এব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, ‘ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদি ক্ষতিগ্রস্থ্য পরিবার আইনী সহযোগিতা চায়, তাহলে মামলা নেয়া হবে।’