মাদারীপুরে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে সেমিনার

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন এবং নিউরো-ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় প্রতিবন্ধী ফোরাম (এনএফওডব্লিউডি) আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তরা প্রতিবন্ধিদের অধিকার ও তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সেমিনারে জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব সেলিনা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক ফেরদৌসী আক্তার, মাদারীপুর শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শ্যামল পান্ডে, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয়কারী আবির মাহমুদ, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মওলা আকন প্রমুখ।