মাদারীপুরে পুলিশ পরিচয়ে অচেতন করে মালামাল লুট: হাসপাতালে ভর্তি ৪

মাদারীপুর প্রতিনিধি :
ছেলের বন্ধু পরিচয়ে পুলিশের এসআই সেজে বাড়ীতে এসে চায়ের সাথে চেতনানাশক খাইয়ে প্রায় বিশ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে মাদারীপুরের কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামে। রবিবার সকালে বাড়ীর চার জনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামের মৃত ছালাম হাওলাদারের বাড়ীতে ঢাকায় থাকা তার বড় ছেলে আল-আমীনের বন্ধু পরিচয়ে আসেন পুলিশের এসআই পরিচয়ধারী রবিউল ইসলাম নামে এক ব্যক্তি। কথা-বার্তা ও গল্প-গুজবের এক পর্যায়ে চা-বিস্কুট খেতে দেয় রবিউলকে। তবে রবিউল কৌশলে চায়ের সাথে চেতনানাশক মিশিয়ে বাড়ীর সবাইকে খাইয়ে দেয়। এরপর রবিবার সকালে স্থানীয়রা ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে সবাইকে অচেতন দেখতে পায়। এসময় আল-আমীনের মা হাসিয়া বেগম, তার ভাই ইমরান হাওলাদার, চাচী মনোয়ারা বেগম, মনোয়ারা আক্তারকে উদ্ধার করা হয়। পরে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই প্রতারকরা স্বণালঙ্কার, নগদ অর্থ, মোটরসাইকেলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। দুপুুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।