মাদারীপুরে নির্বাচনী প্রচারনায় দু পক্ষের সংর্ঘষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার রাত ৯টার দিকে সদর উপজলোর ঘটমাঝি ইউনিয়নের করদি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিল দর্জির কর্মী সমর্থকরা করদি এলাকায় নির্বাচনী প্রচারনায় যায়। এ সময় অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতারের কর্মী সমর্থকরা বাঁধা দেয়। এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন তারা। এতে উভয়পক্ষের (দুই চেয়ারম্যান প্রার্থীর) আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এদিকে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।