মাদারীপুরে নমুনা না দিয়েও এক ব্যক্তি করোনা পজেটিভ !

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর শহরের পাকদী এলাকায় এক ব্যক্তি করোনা পরীক্ষার নমুনা না দিলেও তিনি করোনা পজেটিভ বলে দাবী করছে মাদারীপুর স্বাস্থ্য বিভাগ। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার পাকদী এলাকার ইচাহাক হাওলাদারের ছেলে সিদ্দিক হাওলাদার (২২) করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেননি। তবে মঙ্গলবার তার মোবাইলে এসএমএস আসে সিদ্দীক কোভিড পজেটিভ। এছাড়াও স্বাস্থ্য বিভাগের লোকজনও তাকে খুজঁতে থাকে। এতে বিব্রতকর অবস্থায় পড়েছে সিদ্দীক। তবে স্থানীয়রা হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে প্রকৃত আক্রান্ত ব্যক্তিকে খুঁজে বের করার দাবী জানান।
সিদ্দীক গণমাধ্যমকে বলেন, আমি করোনা পরীক্ষার নমুনা দেইনি। আমি সম্পূর্ণ সুস্থ্য। কে বা কারা আমার মোবাইল নম্বর দিয়ে করোনা পরীক্ষা করিয়েছে তা জানি না। এখন প্রশাসনের লোকজন আমাকে খুঁজছে। সিদ্দীকের বাবা ইচাহাক হাওলাদার বলেন, আমার ছেলে সুস্থ। সে করোনা পরীক্ষার জন্য নমুনাও দেয়নি। কিন্তু স্বাস্থ্য বিভাগের লোকজন বলতেছে আমার ছেলের করোনা হয়েছে। আমি দাবী জানাই করোনা পরীক্ষার জন্য আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যেন নেয়া হয় পরীক্ষা করার সময়। এটা করা না হলে অনেকেই অন্যের ফোন নম্বর দিয়ে মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলবে।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, ‘এমন হওয়ার সুযোগ নেই। যে পরীক্ষা করেছে তার রিপোর্টই এসেছে।’