মাদারীপুরে ডেঙ্গুতে প্রাণ গেল তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীর

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে ডেঙ্গুতে প্রথম ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
ওই শিশুর নাম আরিফা আক্তার। সে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রাদারবাড়ি এলাকার ইতালি প্রবাসী জহুরুল খানের মেয়ে এবং স্থানীয় ৬৬ নম্বর নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, গত ১ আগস্ট নিজ বাড়ি থেকে বাবা জহুরুলের সঙ্গে ঢাকা এয়ারপোর্টে যায় শিশু আরিফা। ওই দিন রাতে জহুরুল তার পরিবারকে বিদায় জানিয়ে বাংলাদেশ থেকে ইতালির রওনা হন। ঢাকা থেকে মাদারীপুর আসার একদিন পরেই রাতে আরিফার প্রচন্ড জ¦র আসে। একদিন পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করা হলে শিশুটির ডেঙ্গু ধরা পড়ে। এরপর শনিবার সকাল ৯টার দিকে শিশু আরিফাকে তার পরিবার মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় শিশুটি প্রচন্ড জ¦র, বমি আর ডায়েরিয়া রোগে আক্রান্ত ছিল। শিশু ওয়ার্ডের চিকিৎসক মো. মনিরুজ্জামানের তত্ত্বাবধায়নে তাঁর চিকিৎসা চলছিল। মধ্যরাতে আরিফার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে রোববার সকালে ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির কাকি তানিয়া আক্তার বলেন, ‘ওরা দুই বোন। বড় ছিল আরিফা। ডেঙ্গু হইলেও শনিবার মোটামুটি ভালোই ছিল। হঠাৎ করে আরিফা মারা যাবে তা আমরা কেউ বিশ^াস করতে পারছি না। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা স্যালাইন ছাড়া আর কিছুই দেয় নাই। হঠাৎ তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) বলছে, আরিফাকে ঢাকা নিয়ে যাইতে। ওই রাতে এত জ¦র নিয়া আরিফারে ঢাকা নেওয়া সম্ভব হয় নাই। সকালে ওর মৃত্যু দেইখা আমরা হতবাক। ওর মা তো পাগলপ্রায়।’
শিশুটির মা বিউটি আক্তার আহাজারি করতে করতে বলেন, ‘আমার বুকের ধন মরতে পারে না। তোমরা ওরে ফিরাইয়া আইনা দাও। আমি ওর বাপেরে কী জবার দিমু। ওর বাপে তো বিদাশে থাহে। হায় আল্লাহ আমার এইয়া কী হইয়া গেলো।’
হাসপাতালের শিশু কনসালটেন্ট মো. মনিরুজ্জামান বলেন, আমাদের হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম কোন শিশুর মৃত্যু হলো। বিষয়টি আমাদের জন্য দুঃখজনক। শিশুটিকে বাচানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই রোগের জন্য সব ধরণের চিকিৎসাও আমরা দিয়েছি। শিশুটির প্লাজমা একদমি কমে গেছিল, রক্তক্ষরণ ছিল। অবস্থা খুবই খারাপ ছিল। যে কারণে আমরা শত চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমশই বাড়ছে। সেই তুলনায় চিকিৎসক নার্স নেই। আমাদের আলাদা সেল করতে হবে। আলাদা চিকিৎসক ও নার্স দিতে হবে। নয়তো ডেঙ্গু আক্রান্ত শিশুদের ভাল চিকিৎসা দেওয়া সম্ভব নয়।’
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ জুলাই থেকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। প্রথম দিনেই ভর্তি হয় ৭ জন। বর্তমানে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ৮৭৩ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫৮ জন। ২৫০ শয্যা হাসপাতালে ১১৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যা হাসপাতালে ১৭ জন ভর্তি হন। এর মধ্যে ৯ জন শিশু ভর্তি আর মারা গেছে একজন।
২৫০ শয্যা জেলা হাসপাতালের ডেঙ্গু প্রতিরোধে প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ‘হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে তিন গুন বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। আমরা ডেঙ্গুর জন্য আলাদা সেল করবো। সেখানে আলাদা চিকিৎসক ও নার্স থাকবে। ইতিমধ্যে সেই সেটআপ তৈরি করা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে নতুন এই সেলের কার্যক্রম শুরু হবে।’