মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ৩ জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ৩ মোটরসাইকেলের আরোহীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-রাজৈর উপজেলার দারাদিয়া গ্রামের আলেম ফকিরের ছেলে শাহিন ফকির (২৫), লিয়াকত ফকিরের ছেলে শাকিল ফকির (২৪) এবং ইসমাইল মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০)। তাদের সকলের বাড়ি একই গ্রামে বলে জানান স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে মাদারীপুরগামী একটি ট্রাক ও টেকেরহাটগামী একটি মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলের ৩ আরোহী শাহিন ফকির, শাকিল ফকির এবং অনিক মুন্সী গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিন ফকির ও অনিক মুন্সী মারা যায়। অপর জন শাকিল ফকিরের অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার সকালে মারা যায়। রাজৈর থানার ওসি শেখ সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।