মাদারীপুরে জন্মনিয়ন্ত্রন রোধে মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে জন্মনিয়ন্ত্রন রোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে সভায় অংশ নেয় শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
আলোচনা সভায় বক্তারা স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। ছেলে-মেয়ে যাই হোক দুটি সন্তানের বেশি নয় এমন প্রচার-প্রচারনা চালিয়ে যেতে জনপ্রতিনিধিদের আহবান করেন বক্তারা।
মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াইলুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. আশফাক হোসেন, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি সোহানা নাসরিনসহ অনেকই।