মাদারীপুরে চাঁদা না দেয়ায় ইউপি সদস্যের নেতৃত্ব সরকারি কাজে হামলা, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে সড়ক সংস্কার কাজে আড়াই লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা চালিয়ে গাড়ি ভাংচুর ও ৫ শ্রমিককে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও তার সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পর মাদারীপুর-শিবচর সড়কে সংস্কার কাজ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। রোববার দুপুরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আঙ্গুলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাদারীপুর-শিবচর সড়কের সাড়ে ১৩ কিলোমিটার অংশ সংস্কার কাজ পান ওটিবিএল নামের বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান। রোববার দুপুরে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় প্রতিষ্ঠানের লোকজন সংস্কার কাজ করতে গেলে চাঁদা দাবী করে ছিলারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল সলাকার। পরে প্রতিষ্ঠানের লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেলের সমর্থকরা লাঠিশোঠা নিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। এতে আহত হয় অন্তত ৫জন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় সংস্কার কাজ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন তারা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। অভিযুক্ত ইউপি সদস্য সোহেল সলাকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে রাজি নন। তবে, মুঠোফোনে তিনি বিষয়টি অস্বীকার করেন।