মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় বাবা ও ছেলে নিহত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা-ছেলে হলেন সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরহাট পালপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৫)। মিঠুন খোঁয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মিঠুন তাঁর বাবা মহাদেব দেবনাথের সঙ্গে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় এক নিকটাত্মীয় বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় একটি অটোরিক্সায় করে তাঁরা নিজেদের বাড়ি টেকেরহাট পালপাড়ায় যাচ্ছিল। তাদের অটোরিক্সাটি মঠেরবাজার এলাকায় এলে শরীয়তপুর থেকে আসা একটি কাভার্ডভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিক্সা থেকে বাবা-ছেলে ছিটকে মহাসড়কে পড়ে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। এ সময় অটোরিক্সার চালক গুরতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী মো. জসিম মিয়া বলেন, ‘অটোরিক্সাটি মহাসড়কের পাশ দিয়ে ধীরেই চলছিল। সামনে থেকে দুটি কাভার্ডভ্যান একসাথে আসতেছিল। একটি কাভার্ডভ্যান অন্যটিকে ওভারটেক করতে গেলে ওই অটোরিক্সাকে চাপ দিলে ধাক্কা লাগে। এরপরেই অটোরিক্সার দুই যাত্রী রাস্তায় পড়ে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ছটফট করতে করতে মারা যায়।’
সাব্বির হোসেন নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মহাসড়কের এক পাশে খড়কুটা, আমন ধান রাখা ছিল। ধানগুলো রাস্তার ওপরে রাখায় বড় গাড়ি চাপ দিলে অটোরিক্সাটি ধানের ওপর উঠিয়ে দেয়। ধানগুলো রাস্তায় না থাকলে আজ এই দুর্ঘটনা ঘটতো না।’
নিহত মহাদেব দেবনাথের ভাগ্নে চন্দ্রনাথ মাঝি বলেন, ‘মামার পরিবারটা শ্যাষ হইয়া গেলো। একসঙ্গে মামা ও মামাতো ভাই মৃত্যু খবর আমার বোন শোনার পরে পাগলের মত করতাছে। মামার একটা ছোট্ট মেয়ে আছে। পরিবারটারে দেখার কেউ নাই। কোন ভাবেই এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’
জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। স্পর্টেই বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক ওই কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’