মাদারীপুরের মাদ্রাসা ছাত্র শিহাবের দু‘টি কিডনীই অকেজো, তাকে বাঁচাতে সহায়তা চায় পরিবার

সুবল বিশ্বাস :
হতদরিদ্র এক প্রান্তিক কৃষকের ছেলে মাদ্রাসা ছাত্র শিহাবউদ্দিন (১৫)-এর দু‘টি কিডনীই অকেজো। শিশু শিহাবের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামে। পিতা কবির হাওলাদার একজন দিন মজুর ও প্রান্তিক চাষী এবং মা লিলি বেগম গৃহিনী। কবির হাওলাদারের তিন ছেলের মধ্যে শিহাব ছোট। অন্যের সহায়তায় সে লেখাপড়া করে বরিশালের ছারসিনা দারুল সুন্নাত জামেয়া নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসার জামাতে হাফতম শাখায় অধ্যায়নরত। অভাবের কারণে কবির হাওলাদার তার অন্য দুই ছেলেকে লেখা করাতে পারেনি। তারা দু‘জনই ঢাকায় দর্জী দোকানে দিন মজুরী করে। শিহাবের বাবার কোনো জমিজমা নেই। দুঃখ-কষ্ট আষ্টেপীষ্ঠে জড়িয়ে রয়েছে তার অভাবী সংসারে। একবেলা খাবার জোটে তো অন্য বেলা কাটাতে হয় অর্ধাহার বা অনাহারে। শিহাবের চিকিৎসার ব্যয়ভার দরিদ্র বাবার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই শিহাবকে বাঁচাতে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চান তার পরিবার।
জানা যায়, ২০২০ সালে বৈশ্বিক মহামারী করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তাই লেখাপড়াও বন্ধ থাকায় বরিশালের মাদ্রাসা থেকে শিহাব চলে আসে নিজ বাড়িতে। বাড়িতে এসে গত বছর আগস্ট মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে । তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরীক্ষা-নিরিক্ষা করে চিকিৎসকরা শিহাবকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। স্থানীয় কিছু দরদী মানুষের সাহায্য সহযোগিতায় তাকে নিয়ে ভর্তি করা হয় ঢাকার শের-ই বাংলা নগর জাতীয় কিডনী রোগ নিরাময় হাসপাতালে। সেখানকার বিশেষজ্ঞ ডাঃ মোঃ মিজানুর রহমানের তত্তাবধানে পরীক্ষা-নিরিক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত হন শিহাবের দু‘টি কিডনীই অকেজো হয়ে গেছে। এ রিপোর্টের কথা শুনে তার দরিদ্র পিতা কবির হাওলাদার মুর্ছে পড়েন। চিকিৎসকরা ঔষধপত্র ও হেপা-বি-২ ইনজেকশন পুস করানোর পাশাপশি ডায়লোসিসের কথা জানিয়ে দেন। তবে তার কিডনী প্রতিস্থাপন জরুরী বলে জানিয়ে দিয়েছেন কিডনী বিশেষজ্ঞ ডাঃ মোঃ মিজানুর রহমান। এ অবস্থায় শিহাবকে বাঁচাতে প্রচুর অর্থের প্রয়োজন। যা দিন মজুর পিতা কবির হাওলাদারের পক্ষে যোগার করা মোটেই সম্ভব নয়। এরই মধ্যে অর্থের অভাবে শিহাবের চিকিৎসা বন্ধ রয়েছে। ফলে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিহাব এখন প্রায় মৃত্যু সজ্জায়। চোখের সামনে সন্তানের এ অবস্থা দেখে গর্ভধারিনী মা লিলি বেগমের চোখের পানি থামছে না। সন্তানের উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের দানশীল ব্যক্তিবর্গের কাছে সাহায্যের হাত পেতেছেন শিহাবের অসহায় পিতা কবির হাওলাদার। শিহাবকে সাহায্য পাঠানোর ঠিকানা-মোঃ কবির হাওলাদার, সঞ্চয়ী হিসাব নম্বর-১৪০১১২০০৩৬২৬৭, আল-আরাফা ইসলামী ব্যাংক, মস্তফাপুর শাখা, মাদারীপুর। অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন মোঃ কবির হাওলাদার মোবাইল নম্বর-০১৮৩৫৯৩৬৮১১।