মাদারীপুরের ডাসার থানাকে উপজেলায় ঘোষণা দেয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের ডাসার থানাকে উপজেলায় ঘোষণা দেয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরের পর এই ঘোষনা আসার পর এলাকাবাসীর মাঝে শুরু হয় উৎচ্ছাস। ডাসার উপজেলায় বালিগ্রাম, কাজীবাকাই, নবগ্রাম, ডাসার ও গোপালপুর ইউনিয়ন রয়েছে। ৫টি ইউনিয়নের ৮৭ মৌজার নিয়ে গঠিত ডাসার উপজেলার আয়তন ৭৬ দশমিক ৮ বর্গ কিলোমিটার-এর জনসংখ্যা ৭১ হাজার ৪শ’ ৯৪ জন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। ডাসার উপজেলা ঘোষণা হওয়ায় এখানে বিপুল কর্মসংস্থান তৈরী হলে এলাকার বেকারক্ত দূর হবে বলে আশা স্থানীয়দের।
জানা যায়, ২০১২ সালের ২রা ফেব্রুয়ারি ডাসারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপিত করা হয়। পরে কালকিনি উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৩ সালের ২রা মার্চ গঠন করা হয় ডাসার থানা। এরপর পরই ডাসার থানাকে উপজেলায় রূপান্তরের পদক্ষেপ নেয় প্রশাসন। ২০১৭ সালের ২০ নভেম্বর নিকার বৈঠকে ডাসার থানাকে উপজেলায় উন্নতিকরণ করার কথা থাকলেও অনুমোদন হয়নি। শেষমেষ সোমবার দুপুরে সচিবালয় থেকে ঘোষণা আসে ডাসার উপজেলা হিসেবে। একই সাথে মাদারীপুর জেলায় সি-গ্রেড থেকে বি-গ্রেডে ঘোষণা দেয় প্রশাসনিক পুর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এই খবর আসার পরে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা শুরু হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। পরে থানা চত্ত্বর থেকে ডাসার থানা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেনের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুতপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। ডাসার থানাকে উপজেলায় ঘোষণা দেয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এদিকে দ্রুত উপজেলার অবকাঠানো নির্মাণ ও প্রশাসনিক জনবল নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।