মাদারীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসীকে জরিমানা

কালকিনি প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসী ও মাস্ক ব্যবহার না করায় একটি সেলুনকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন কালকিনি থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যম এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে গালীব ফার্মেসীর পরিচালক বাহারউল দীর্ঘদিন ধরে মানহীন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত ফার্মেসীটিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সংবাদের সত্যতা পেয়ে গালীব ফার্মেসীর পরিচালককে ৫ হাজার টাকা ও পাশের একটি সেলুনকে মাস্ক ব্যবহার না করায় ১ হাজার টাকা জরিমানা করেন। এসময় ইউএনও মাইকিং করে মেয়াদোত্তীর্ণ মানহীন ওষুধ পরিহার করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।