মাদারীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু ও নারীসহ আহত অর্ধশত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে বেওয়ারিশ একটি কুকুরের কামড়ে নারী, শিশুসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। রোববার সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরে কামড়ে আহত ৫০ জনের বেশি রোগী মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ভর্তি হয়েছেন ৩০ জন।
হাসপাতালে ভর্তি ৩০ জন হলেন লুনা বেগম (৫৫), মরিয়ম বেগম (৭০), লিপা আক্তা (৩০), মো. রিয়াজ (৪৫), ইয়াসমিন বেগম (৩৮), তানিয়া বেগম (৩২), হাবিবুর রহমান (১৯), হালিমা (৪), ফারদিন (১৫), আব্দুল হাই (৫৫), সত্তার সরদার (১৪), লাবিবা (৫), শামীমা আক্তার (২২), লিপি বেগম (৪০), মো. সজীব (৯), রিয়াজ খান (৪৫), হাবিবা আক্তার (১২), মো. সামিউল (১৭), লাবলি আক্তার (২৭), অরুনা বেগম (২৮), আয়ান (৩), আল-আমিন (৮০), রূপালী বেগম (৭০), আব্দুলা (৮), মুন্নি বেগম (৪০), আব্দুল জলিল (৬৮), মুক্তিাকিন (৩), কাজল হোসেন (৪৬), সাজিদ হোসেন (১৭), সাভার সরদার (৬০)। এরা সবাই আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা, চরলক্ষ্মীপুর, সস্তাল, কালীগঞ্জ এলাকার বাসিন্দা।
মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াদ মাহামুদ বলেন, ‘হাসপাতালে সকাল ৯টা থেকেই একের পর এক কুকুরে কামড়ে মারাত্মক জখম রোগীরা আসতে থাকে। আহত সবার পায়ের হাটু থেকে নিচ পর্যন্ত জখম রয়েছে, অনেকের হাতেও কামড় আছে। বিশেষ করে শিশু ও নারীদের ক্ষত বেশি। কামড়ে আহত সবার জলাতঙ্ক রোধে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরতর আহত রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে লাল, সাদা ও হলুদ রঙের একটি কুকুর একজন কৃষকের পায়ে কামড় দেয়। এরপর কুকুরটিকে মারতে স্থানীয় লোকজন হামলা চালালে কুকুরটি বেপরোয়া হয়ে ওঠে। তখন কুকুরটিকে আশেপাশে যাকে পায় তাকেই কামড় দেয়। এভাবে কুকুরটি তিন থেকে চার ঘন্টার ব্যবধানে আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা, চরলক্ষ্মীপুর, সস্তাল, কালীগঞ্জ এলাকার ৫০ জনের বেশি মানুষকে কামড় দিয়ে গুরতর জখম করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ইজিবাইকচালক সরোয়ার হোসেন বলেন, ‘কুকুরে কামড়ে আহত একসাথে চার জনকে আমি হাসপাতালে নিয়ে আসছি। সবার পায়ে কুকুরটি কামড় দেয়। লাল, সাদা ও হলুদ রঙের বড়সরো এই কুকুরটি এলাকায় আগে কখনো দেখি নাই। একটা কুকুর এভাবে এলাকার এতগুলো মানুষকে কামড়ে দেবে, এটা আমার জীবনদশায় দেখি নাই। এলাকার সবাই খুব ভয়ের মধ্যে রয়েছে।’
সকাল ৯টার দিকে কালীগঞ্জ এলাকার শিশু হালিমা বাড়ির পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বেওরিশ কুকুরটির কামড়ের শিকার হয়। শিশুটিকে গুরতর অবস্থায় তা মা ময়না আক্তার হাসপাতালে ভর্তি করেন।
ময়না আক্তার বলেন, ‘আমার ছোট্ট মেয়েটা বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে কুকুরটা এসে আমার মেয়ের পায়ে ও কোমড়ে কামড় দেয়। মেয়েটা হাসপাতালে ছটফট করে কান্না করতাছে। মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে।’
কুকুরের কামড়ের শিকার ইয়াসমিন আক্তার বলেন, ‘কুকুরটাকে আমি কিছুই বলি নাই। আমি দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ কুকুরটি আমার পায়ে কামড় বসিয়ে দেয়। এরপর আশেপাশে সবাই কুকুরটি ধরতে গেলে তাদের ওপরেও কুকুরটি হামলা করে।’
আলীনগর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা কৃষক এমারত ঢালী রোগী নিয়ে এসেছেন হাসপাতালে। তিনি বলেন, ‘একটা কুকুর আমাগো সবার ঘুর হারাম করে দিছে। আমাদের এক গ্রামে দশ জনের বেশি মানুষকে কুকুরটি কামড় দিছে। আশেপাশের প্রায় সব গ্রামেই কুকুরটি যাকে সামনে পাইছে তাকেই কামড় দিয়া পালাইছে। কুকুরটির আতঙ্কে এলাকায় যাইতে ভয় পাচ্ছি। এলাকার নারী শিশুরা খুব আতঙ্কের মধ্যে আছে।’
কয়েক ঘন্টার ব্যবধানে একটি ইউনিয়নের ৫০ জনের বেশি মানুষকে কুকুরে কামড় দেওয়ার ঘটনা ঘটলেও এ বিষয় কোন কিছুই করার নেই বলে জানালেন মাদারীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ কুমার দাস। তিনি বলেন, ‘আমাদের উপজেলা বা জেলা পর্যায় কুকুরটি ধরার লজিস্টিক সাপোর্ট নেই। আমরা অনেকটা নিরুপায়। এই মুহূর্তে ওই কুকুরটিকে সুট (গুলি) করে মেরে ফেলা ছাড়া বিকল্প পথ নেই। সেই সুটও আমরা করতে পারবো না। এটি পুলিশ করতে পারে।’
এ সম্পর্কে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘আমাদের তথ্য মতে এই পর্যন্ত ৪১ জনকে কুকুটি কামড় দিয়েছে। কুকুরটির কোন মালিক নেই, বেওয়ারিশ। যাকে সামনে পায় তাকেই হুট করে কামড় দিয়ে পালায়। সকাল থেকেই পুলিশের একটি টিম কুকুরটি ধরতে মাঠে কাজ করছে। পুলিশ কুকুরটিকে সামনে পেলেই প্রতিহত করবে। এ ছাড়াও কুকুরটি থেকে দূরে থাকতে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।’