মাদারীপুরে প্রতিপক্ষের হাতুরী পেটায় ব্যবসায়ীসহ ৩ জন আহত

কালকিনি প্রতিনিধি :
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হাতুরী পেটায় ব্যবসায়ীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার চরআলিমাবাদ গ্রামের বৃদ্ধ মাছ ব্যবসায়ী সেলিম ফকিরের সঙ্গে একই এলাকার ইউসুফ ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ইউসুফ ফকিরের নেতৃত্বে আরিফ ফকির, মোবারক ফকির, আবুল ফকির ও মামুনসহ ১০/১২জন মিলে ব্যবসায়ী সেলিম ফকির(৬৫), স্ত্রী জাহেদা বেগম(৫০) ও ছেলে রাজিব ফকিরকে(২৩) হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালকিনি হাসাপাতালে ভর্তি করে। এ হামলার ঘটনায় ব্যবসায়ী সেলিমের স্ত্রী জাহেদা বেগম বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত জাহেদা বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ইউসুফ ফকির আমাদের কাছে চাঁদা দাবি করে। আমরা চাঁদার টাকা না দিতে চাইলে আমাদের উপর এ হামলা চালায় ইউসুফ ও তার লোকজন।
তবে অভিযুক্ত ইউসুফ ফকির ঘটনা অস্বীকার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।