অবৈধ ঔষুধ বিক্রির দায়ে মাদারীপুরে ব্যবসায়ীকে এক বছরের জেল

কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে অবৈধ ওষুধ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, মোঃ আব্দুল কাইয়ুম (৩৪) নামক এক উপজেলার বিভিন্ন দোকানে গিয়ে গোপনে রেজিস্টার্ড বিহীন কোম্পানি ও নম্বর ছাড়া অবৈধ ওষুধ বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চড় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন অবৈধ ওষুধ গুলোর সিজার লিস্ট করেন। আলামত হিসেবে কিছু রেখে বাকিগুলা ঘটনাস্থলে ধ্বংস করা হয় এবং ওষুধ আইন ১৯৪০ এর ৩৭ ধারা মোতাবেক ওই ব্যবসায়ীকে এক বছরের জেল প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন বলেন, অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।