শিমুলিয়া-বাংলাবাজার রুটে যাত্রীদের ঢল, অতিরিক্ত যাত্রী নেয়ায় ২টি লঞ্চকে সাজা

শিব শংকর রবিদাস, অপূর্ব দাস ও মিশন চক্রবর্ত্তী ঃ
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট হয়ে ঈদে দক্ষিনাঞ্চলের যাত্রী ও যানবাহনের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে এ রুটের সকল নৌযান ও যাবহনে যাত্রী কানায় কানায় পূর্ন রয়েছে। অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ২টি লঞ্চ এমভি সাগর পাড়ে ও এমএল দিপু-১ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান। যাত্রী চাপ বাড়ার সুযোগে স্পীডবোটগুলো আদায় করছে বাড়তি ভাড়া। শিমুলিয়া ঘাট থেকে দেড় শ টাকার ভাড়া ২ শ টাকা আদায় করা হচ্ছে।
বাড়তি ভাড়া গুনে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে যাত্রীরা পদ্মা পাড়ি দিয়ে বাংলাবাজার ঘাটে নেমে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন। ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করছেন।
বিআইডব্লিউটিএ বাংলাবাজার ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলীয়া থেকে আসা দুইটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সকাল থেকেই যাত্রীদের চাপ রয়েছে। যাত্রী চাপ সামাল দিতে বাংলাবাজার ঘাট থেকে আমরা খালি লঞ্চ শিমুলীয়া ঘাটে পাঠাচ্ছি।