বৈরী আবহাওয়ায় শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ

শিবচর বার্তা ডেক্স :
বৈরি আবহাওয়ার কারনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি, লঞ্চ, স্পীডবোটসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের পর থেকে ঝড়ো বাতাসের সাথে প্রচুর বৃষ্টিপাত শুরু হলে পদ্মা উত্তাল হয়ে উঠে। তাই দূর্ঘটনা এড়াতে বেলা ৩ টা থেকে শিমুলীয়া-বাংলাবাজার রুটের সকল স্পীডবোট ও বিকেল ৪ টা থেকে সকল লঞ্চ বন্ধ ঘোষনা করে বিআইডব্লিউটিএ। অপরদিকে বিকেল ৪ টা থেকে এরুটের সকল ফেরিও বন্ধ ঘোষনা করেছে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো: আক্তার হোসেন বলেন, বৈরি আবহাওয়ার কারনে এরুটের সকল লঞ্চ ও স্পীডবোট বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, ঝড়ো বাতাসের কারনে পদ্মা উত্তাল হয়ে উঠলে দূর্ঘটনা এড়াতে এরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে শিমুলীয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে।