পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা : ক্যাবিনেট সচিবের ঘটনাস্থল পরিদর্শন, ফেরির মাস্টারসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ পুলিশের

শিব শংকর রবিদাস, মো: আবু জাফর, অপূর্ব দাস ও মিশন চক্রবর্ত্তী :
পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার ঘটনায় রোরো ফেরি শাহ জালাল এর ইনচার্জ ইনল্যান্ড মাস্টার আব্দুর রহমানসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । শনিবার(২৪ জুলাই) সকালে মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন,পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল,শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, শিবচর থানার ওসি মিরাজ হোসেন,পরিদর্শক(তদন্ত) মোঃ আমির সেরনিয়াবাত মাস্টার আব্দুর রহমানসহ সংশ্লিষ্টদের বাংলাবাজার পুলিশ বুথে জিজ্ঞাসাবাদ করেছেন। এদিকে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ক্যাবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় উপরোক্ত কর্মকর্তারা তার সাথে সেতুর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।

জানা গেছে, শুক্রবার(২৩ জুলাই) সকাল সোয়ায়া নয়টার দিকে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সাথে রোরো ফেরি শাহ জালাল এর ধাক্কা লাগে। এসময় ফেরিতে থাকা যাত্রীরা ছিটকে একে অপরের উপর পড়ে আহত হন। কমপক্ষে ২০ জন যাত্রী এসময় মারাত্মক আহত হন।শুক্রবার সন্ধ্যায় সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। শুক্রবার সন্ধ্যায় জিডির পর শনিবার সকালে ফেরির চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়। এছাড়াও ফেরির ইঞ্জিন মাস্টার,শুকানীসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার মোঃ সালাহউদ্দিন বলেন, পুলিশ ফেরিটির সংশ্লিষ্ট অনেককেই জিজ্ঞাসাবাদ করেছেন। তবে কাউকে আটক করেননি। ফেরির কেউ কারো সাথে কথা বলতে চাচ্ছেন না।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘থানায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা ফেরির মাস্টার ইনচার্জসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছি। তবে কাউকে আটক করা হয়নি। আমরা পদ্মাসেতুর ঘটনাস্থল পরিদর্শন করেছি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, ক্যাবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্যারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলসহ পদ্মা সেতুর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছেন।
মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন, ক্যাবিনেট সচিব স্যারের সাথে আমরা ঘটনাস্থলসহ পদ্মা সেতুর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছি।