আবর্জনার স্তুপ বিঘ্ন ঘটাচ্ছে ড্রেজিং কার্যক্রম,শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ৬ দিনেও ফেরি বন্ধ

বিশেষ রিপোর্টঃ
৬ দিনেও চালু হয়নি শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের ফেরি সার্ভিস। বিআইডব্লিউটিএ দাবী করেছে মূল চ্যানেলটি তারা চলাচলের উপযোগী করলেও স্রোতের তোড়ে ভেসে আসা ময়লার স্তুপের কারনে পদ্মা সেতুর পিলার এলাকায় ড্রেজিং কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে । ফলে নাব্যতা না ফিরে আসায় ফেরি সার্ভিস চালু করা যায়নি। এদিকে ফেরি সার্ভিস বন্ধ থাকায় এরুটের লঞ্চ ও স্পীডবোটে যাত্রী চাপ বেড়েছে। অনেকে ঝূকি নিয়ে ট্রলারে চড়ে মটরসাইকেল নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন।
বিআইডব্লিউটিসি,বিআইডব্লিউটিএসহ একাধিক সুত্রে জানা যায়, শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে এ মুহুর্তে ১১টি ড্রেজার রয়েছে। এরমধ্যে ৬টি ড্রেজার মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৩টি ড্রেজার পদ্মা সেতুর পিলার এলাকার অধিগ্রহনকৃত জায়গা থেকে কাঠালবাড়ি মুখে কাজ করছে। স্রোতের সাথে প্রচুর পরিমান ভেসে আসা ময়লার স্তুপের কারনে বিকল হয়ে পড়ে ৩টি ড্রেজার। এরমধ্যে একটি ড্রেজার সোমবার মেরামত করে কাজ শুরু করেছে। বিআইডব্লিউটিএর উর্ধ্বতন কর্মকর্তারা দাবী করেছেন মূল চ্যানেলের দেড় কিলোমিটার এলাকা তারা ওয়ান ওয়ে কাজ সম্পন্ন করে সোমবার  চলাচলের উপযোগী করেছেন। তবে পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে আধা কিলোমিটার এলাকায় প্রচন্ড স্রোতে ভেসে আসা ময়লার স্তুপের কারনে ড্রেজিং কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেতুর পিলার থেকে কাঠালবাড়ি ঘাট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় বিস্তৃতি ঘটেছে ডুবোচরের । ফলে সেখানে ৩টি ড্রেজার স্থাপন করেছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার  সকাল থেকে এই রুটে নাব্য সংকটের কারনে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ওইদিন পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে  ৩টি ফেরি আটকে গেলে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এরআগে সকল চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে ৫ দিন ফেরি চলে। ৩৩ লাখ ঘনমিটার পলি অপসারনের লক্ষ্য নিয়ে প্রায় ৬ লাখ ২০ হাজার ঘনমিটার পলি অপসারন সম্পন্ন হয়েছে।
বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, পদ্মা সেতুর ২৫ নং পিলার এলাকায় চায়না ড্রেজার স্থাপন করা হলেও প্রচন্ড স্রোতে ভেসে আসা ময়লার স্তুপে কাজ করা যাচ্ছে না। মূল চ্যানেলের দেড় কিলোমিটার আজ চলাচলের উপযোগী করা হয়েছে। পদ্মা সেতুর পিলার এলাকায় ড্রেজিং সম্পন্ন হলে ফেরি চালু করা যাবে।