শিবচরে মৃত্যুদন্ড প্রাপ্ত দুই ভাই ৯ বছর পর নারায়নগঞ্জ থেকে গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরের সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আপন দুই ভাই শাহীন হাওলাদার(৩৮) ও মোঃ মিজানুর রহমান ওরফে কুটুম (৪২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যা কান্ডের পর পলাতক থাকা অবস্থায় প্রায় ৯ বছর পর বৃহস্পতিবার ভোররাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার সাহেব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়ই মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে। আজ বিকেলে মাদারীপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মো. মুহতাসিম রসুল সংবাদ সম্মেলনে একথা জানান।
ঘটনার বিবরণে জানা যায়, মোঃ মিজানুর রহমান ওরফে কুটুম এবং শাহীন হাওলাদার এর সাথে নিহত সোহেল মল্লিক এর ব্যাবসা বানিজ্য নিয়ে দীর্ঘধীন যাবৎ কলহ বিবাদ ছিল। তারই জের ধরে ২০১৩ সালের ৮ আগষ্ট তারিখে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে তার নিজ বসত বাড়ীতে সোহেল মল্লিককে হত্যা করে ঘরের ভিতরে খাটের নিচে লেপ ও বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা ছিদ্দিক মল্লিক ২০১৩ সালের ৯ আগষ্ট শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটির দীর্ঘ বিচারিক কাজ শেষে ২০১৫ সালের ১৮ জানুয়ারী মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত তাদেরকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিল।