শিবচরে বয়স্ক ভাতা প্রত্যাশীদের আবেদন গ্রহন শুরু, ১৫ মার্চ শেষ তারিখ

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে বয়স্ক ভাতা প্রত্যাশীদের অনলাইনে আবেদন গ্রহন শুরু করেছে সমাজ সেবা কার্যালয়। প্রত্যাশীরা আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, শিবচরে ২০২১-২০২২ অর্থ বছরের অতিরিক্ত বয়স্ক ভাতার অনলাইনে আবেদন গ্রহন শুরু হয়েছে। শিবচর পৌরসভাসহ সকল ইউনিয়নের বয়স্ক ভাতা প্রত্যাশীরা http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে গিয়ে আগামী ১৫ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পুরুষ আবেদনকারীর বয়স কমপক্ষে ৬৫ বছর ও নারী আবেদনকারীর বয়স কমপক্ষে ৬২ বছর হতে হবে। বিকাশ হিসাব খোলা আছে এমন মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। একই মোবাইল নম্বর একাধিক আবেদনকারীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তবে ইতমধ্যে যারা বয়স্ক ভাতা পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন না।