শিবচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আবারো কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ বছরও কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে গত বছরও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ও বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছিল।
জানা যায়, সোমবার বিকেলে পৌরসভার হাতির বাগান মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪৫ নং কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভেন্নাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। খেলায় ২-০ গোলে ভেন্নাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ৪৫ নং কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজারচর ওয়াজউদ্দিন মোড়ল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৪৫ নং কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। খেলায় রাজারচর ওয়াজউদ্দিন মোড়ল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে ৪৫ নং কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।