শিবচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করলেন চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস ও মো: হাসান মোল্লা :
মাদারীপুরের শিবচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী টুর্নামেন্ট দুটি উদ্বোধন করেন। খেলা শেষে চীফ হুইপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে হাতির বাগান মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিবচর পৌরসভা একাদশ বনাম সন্নাসীরচর একাদশ অংশ গ্রহন করে। খেলার নির্ধারিত সময়ের মধ্যে সন্নাসীরচর একাদশকে ৩-১ গোলে হারিয়ে শিবচর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিবচর পৌরসভা একাদশ বনাম কুতুবপুর একাদশ অংশ গ্রহন করে। খেলার নির্ধারিত সময়ের মধ্যে কুতুবপুর একাদশকে ২-০ গোলে হারিয়ে শিবচর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী খেলা উপভোগ করেন। পরে খেলা শেষে চীফ হুইপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, আমাদের জাতীয় দলে ভাল খেলোয়ার পেতে হলে উপজেলা, ইউনিয়ন ও গ্রামে গ্রামে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। খেলোয়ারদের সব সময় উৎসাহিত করতে হবে। এখান থেকেই ভালমানের খেলোয়ার তৈরি হবে যারা আগামীতে জাতীয় দলে খেলবে। বঙ্গবন্ধুর পরিবারের সবাই খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই পিতার আদর্শ মেনে এদেশের ছেলে মেয়েরা যেন বিশ্বমানের খেলাধুলায় অংশ গ্রহন করতে পারে তার ব্যবস্থা করেছেন।