যথাযোগ্য মর্যাদায় শিবচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, অপূর্ব দাস, কমল রায় ও মিশন চক্রবর্ত্তী :
যথাযোগ্য মর্যাদায় শিবচরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচী পালন করেছে।
জানা যায় , মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭১ চত্ত্বরে বঙ্গবন্ধু মুর‌্যালে ও র‌্যালী সহকারে থানা সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয় । উপজেলা আওয়ামীলীগ,সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন । পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পন করেন নের্তৃবৃন্দ। পরে আওয়ামীলীগ কার্যালয় থেকে আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ , সেচ্ছাসেবকলীগ নেতা কর্মীদের অংশ গ্রহনে বিশাল এক র‌্যালী বের করা হয় । র‌্যালীটি ৭১ চত্ত্বরে বঙ্গবন্ধু মুর‌্যালে ও থানা সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। এসময় পৌরসভা, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ , দূর্নীতি প্রতিরোধ কমিটি , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র‌্যালী ও পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয় । আওয়ামীলীগ কার্যালয়ে শহীদ মুক্তি যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। পরে হাতির বাগান মাঠে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো: মিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। কুচকাওয়াজ শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়। পরে উপজেলার নূর-ই আলম চৌধুরী অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় । অনুষ্ঠানগুলোতে পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, ওসি (তদন্ত) আমির হোসেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান , ফাহিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।