বৃষ্টির মাঝে উৎসবমূখর পরিবেশে শিবচরে রথযাত্রা অনুষ্ঠিত

শিবচর বার্তা ডেক্স :
উৎসব মূখর পরিবেশে শিবচরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শিবচর সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে রথযাত্রা বের হয়। শিশু-কিশোরসহ হিন্দু ধর্মাবলম্বী সকল বয়সের হাজারো ভক্ত এতে অংশ নেন। বিকেলে প্রচন্ড বৃষ্টির মাঝেই শ্রী শ্রী কালিবাড়ি রাধা কৃষ্ণ মন্দির থেকে শীতলাবাড়ি পর্যন্ত রথযাত্রা বের করা হয়। বৃষ্টির মাঝেই বিপুল সংখ্যক ভক্তদের উপস্থিতি লক্ষ করা যায়। রথযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও উমেদপুর,দত্তপাড়া,পাচ্চরে রথযাত্রা পালনের খবর পাওয়া গেছে। দিন উপলক্ষ্যে মন্দিরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতোন।
পরমাত্মায় জীবাত্মার মিলনকে ‘চিরমুক্তি’ বলে বিশ্বাস করে সনাতন ধর্মাবলম্বীরা, সেই পারলৌকিক মুক্তি কামনায় ভগবানের কৃপা প্রার্থণা করে রথযাত্রার অনুষ্ঠান পালন করে তারা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এ উৎসব, আর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তণ। অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, আটদিন পরে আবার সেখানেই ফিরিয়ে আনা হবে। তখন পালন করা হবে ‘উল্টো রথযাত্রা’। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ফেরার তিথিকে হিন্দু ধর্মাবলম্বীরা রথযাত্রা উৎসব হিসেবে উদযাপন করে।