বিএনপির নির্বাচন করার সাহস নাই-চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর ও মিঠুন রায় :
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন- ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যায়, ক্ষমতা দেখানো যায়। জোর করে মানুষকে শাষন করা যায়। কিন্তু আস্থা ভালবাসা না থাকলে কোন কিছুই করা যায় না। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার খলনায়ক। আজকে তার দলের কি অবস্থা । জোর করে ক্ষমতায় গিয়েছিল। সেনাবাহিনী দিয়ে দেশ পরিচালনা করেছিল। মুক্তিযোদ্ধা সেনাবাহিনীসহ অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। আজ তার দল এমন এক অবস্থায় চলে গেছে যে নির্বাচন করার সাহস নাই। বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরের বাশকান্দির বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় মাদারীপুর-১(শিবচর) আসনের আওয়ামী লীগের প্রার্থী চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদ মল্লিক, সাধারন সম্পাদক রিপন মাদবর প্রমুখ। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চীফ হুইপ বাশকান্দি ইউনিয়নের গোলাম মাওলার বাড়ি, গাড়ির হাট পথসভা, বাবুর হাট, নূর মোহাম্মদ মল্লিকের বাড়ি ও রিপন মাদবরের বাড়ি গনসংযোগ করেন। বিকেলে কাঠালবাড়ি ইউনিয়নের হোসেন হাওলাদারের বাড়ি গনসংযোগ ও চরচান্দ্রা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন।

চীফ হুইপ আরো বলেন, এরশাদ সাহেবের কথা চিন্তা করেন কিভাবে ক্ষমতার দাপট দেখিয়েছিল। ১৯৮৬ সালের নির্বাচনের কথা চিন্তা করেন। কিভাবে উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগনের রায়কে তারা পরিবর্তন করে দিয়েছিল। ১৯৮৬ সালের নির্বাচনে তখনকার জাতীয় পার্টির প্রার্থী নিজের ড্রাইভারকে হত্যা করে সেনাবাহিনী দিয়ে আমার পিতাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল। আজকে তাদের কি অবস্থা দেখেন। আজকে এরশাদের ভাই এরশাদের বৌ ও ছেলেকে মনোনয়ন দিচ্ছে না।