বনার্ঢ্য আয়োজনে শিবচরে মহান বিজয় দিবস উদযাপন

মোঃ মনিরুজ্জামান মনির, মিঠুন রায়, কমল রায় ও মিশন চক্রবর্ত্তী :
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে শিবচরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে । উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং পৌরসভাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা যায় , বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা আওয়ামীলীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকালে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামীলীগ কার্যালয় থেকে আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ , সেচ্ছাসেবকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহনে এক বিশাল বিজয় র‌্যালী বের করা হয় । র‌্যালীটি ৭১ চত্ত্বর হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন পৌরসভার পক্ষ থেকে পৌরভবনে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ৭১ সড়ক হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ , প্রেস ক্লাব, বিভিন্ন স্কুল-কলেজ , বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র‌্যালী ও পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন প্রশাসনের আয়োজনে হাতিরবাগান মাঠে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) রব্বানী খান আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। কুচকাওয়াজ শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় । পরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয় । এসময় পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিয়াজুর রহমান, ওসি সুব্রত গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।