বঙ্গবন্ধু হত্যাকারী,স্বাধীনতা বিরোধী পরিবার,বিএনপির আগুন সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট,একঘরে করতে হবে-চীফ হুইপ

মোহাম্মদ আলী মৃধা ও মো: আবু জাফর :
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, স্বাধীনতার পর যদি রাজাকার আল বদরদের প্রশয় না দেয়া হতো। এদের যদি সামাজিকভাবে না করা হতো ,বয়কট করা হতো তাহলে তারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করার সাহস পেত না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ বঙ্গবন্ধু খুনের সাথে যারা জড়িত তাদের পরিবারগুলোকে আমাদের না করতে হবে,একঘরে করতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের মধ্যেও যদি থাকে তাদেরও বয়কট করতে হবে। তাদের সাথে কোন সামাজিক অনুষ্ঠানে যাওয়া যাবে না। তাদের দোকানে যাওয়া যাবে না , তাদের কোন মালামাল কেনা যাবে না। তাদের সাথে ভ্যান গাড়িতেও যাওয়া যাবে না। তাহলে তারা বুঝবে বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা সামাজিকভাবেও দেব। আমরা শিবচর থেকে যদি এ কার্যক্রম শুরু করি ইনশাল্লাহ্ সারাদেশে তারা সামাজিকভাবে বয়কট হবে। মঙ্গলবার মাদারীপুরের শিবচরের উমেদপুরের চান্দেরচর বাজার মাঠে নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ প্রার্থী চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন। এদিন তিনি উমেদপুর ও কাদিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ, পথসভা ও জনসভায় যোগ দেন। এদিন চীফ হুইপ উমেদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম আ: মান্নান খানের বাড়ি, মরহুম মানিক মুন্সীর বাড়ি, মরহুম সিকিম আলী খালাসীর বাড়ি, মরহুম আ: হালিম মোড়লের বাড়ি, সাত ভাগিয়া বাজার, কাদিরপুর ইউনিয়নের মরহুম আ: কাদির উকিলের বাড়ি, মরহুম মো: মোতালেব তালুকদারের বাড়ি, মরহুম বিএম জাহাঙ্গীর হোসেনের বাড়ি গনসংযোগ করেন এবং মানিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চীফ হুইপ আরো বলেন, যাদেরকে কিছুদিন আগেও বিভিন্ন স্থানে বিএনপির অফিসের সামনে মিটিংয়ে দেখা গেছে। দেখবেন তারাই এখন আমাদের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারাই আমাদের পাশে আসতেছে। ভাব নেবে ভাল হয়ে গেছে। এই ভাল ভাল না। সুযোগ পাইলে আবার আমাদের মারবে। এই আগুন সন্ত্রাস,নির্বাচন বানচালের সাথে যারা জড়িত তাদের আমাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এখন ডিজিটাল বাংলাদেশ। এখন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। এইগুলি ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। শিবচরের নেতাকর্মীসহ সকল মানুষের কাছে আমার একটাই দাবী এই সকল লোক যারা ট্রেনের মধ্যে আগুন দেয়ার সঙ্গে জড়িত। যে সকল লোক সেই পাকিস্থানী কায়দায় বাসের মধ্যে মানুষকে পোড়ানোর জন্য জড়িত, যে সকল লোক পরিকল্পনা নিয়েছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংশ করে ভোট কেন্দ্র বন্ধ করে দিয়ে দেশি বিদেশী চক্রান্ত করছে এদেশের মানুষের রক্তের বন্যার করে নির্বাচন বন্ধ করার । যে সকল লোক আমাদের বড় বড় নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা হয়তোবা করতে পারে। এই লোকগুলিকে চিহিৃত করে শিবচরের মাটিতে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের দলের কোন নেতা যদি তাদের প্রশয় দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।