বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শিবচরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

আকাশ দাস ও কমল রায়ঃ
’ জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই স্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ করেছে শিবচরে প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার বেলা সাড়ে ১০ টায় শিবচর উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন উর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে যারা জড়িত তারা স্বাধীনতা বিরোধী। বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশের আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উজ্জীবিত করবে। সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় একসাথে কাজ করবে প্রশাসন। প্রশাসন কোন অবস্থাতেই এ ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না। কঠোর ব্যবস্থা নেয়া হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, জাতির পিতাকে অবমাননা অথবা জাতির পিতার স্মৃতিচারণে গড়া ভাস্কর্যের অপমান করা হলে আমরা সরকারী কর্মকর্তারা তা কঠোরভাবে প্রতিরোধ করবো। জাতির পিতার অসম্মান আমরা মেনে নেবো না। বঙ্গবন্ধু সবার উর্ধ্বে। বঙ্গবন্ধুকে অপমান করার মানে হলো বাংলাদেশকে অস্বীকার করা।